Entertainment News

মানুষ কালিকা কেমন ছিলেন? উত্তর দেবে ‘সঙ্গে কালিকা’

শিল্পীর অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারেন না অনেকে। গানের টানে কালিকাকে মিস করেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ২০:৪১
Share:

কালিকাপ্রসাদ ভট্টাচার্য।

কালিকাপ্রসাদ ভট্টাচার্য একটি ঘরানার নাম। এমনটাই ভাবতে ভালবাসেন বাঙালি। এমনটাই বিশ্বাস করেন বাঙালি। শিল্পীর অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারেন না অনেকে। গানের টানে কালিকাকে মিস করেন তাঁরা।

Advertisement

এটাই গড়পরতা বাঙালির মনন। কিন্তু কালিকার গান শুনে যে শ্রোতা আড়াল করে চোখ মুছলেন তিনি কি জানেন, কালিকা বলিউড অভিনেত্রী রেখার বড় অনুরাগী ছিলেন? সিনেমা দেখতে বড় ভালবাসতেন গানপাগল মানুষটা? অথবা মিউজিক ম্যানেজারের চেয়ারে বসা কালিকা বস হিসেবে কেমন ছিলেন? না! হয়তো জানা নেই। এমন অনেক অজানা তথ্যই জানান দেওয়ার জন্য তৈরি ‘সঙ্গে কালিকা’। ‘সৃষ্টিসুখ প্রকাশন’-এর এই বই মুক্তি পাবে আগামী বইমেলায়।

এই বইয়ের সম্পাদনা করেছেন সুতীর্থ দাশ। তাঁর কথায়, ‘‘এই বইতে মানুষ কালিকাকে খুঁজে পাবেন পাঠক। ওঁর সঙ্গে আড্ডা দেওয়ার স্মৃতি ভাগ করে নিয়েছেন কলেজের বন্ধুরা। আত্মীয়রা লিখেছেন। লিখেছেন ওঁর স্ত্রী ঋতচেতা। দোহারের সহ-গায়ক রাজীবের লেখা রয়েছে। কেউ কেউ অবশ্য ওঁর গান নিয়েও লিখেছেন। তবে ঠিক সেলিব্রিটি নয়। কাছ থেকে দেখা কালিকাকে পাওয়া যাবে এই বইতে।’’

Advertisement

আরও পড়ুন, বহু চরিত্রের মিশেলে মুক্তি পেল ‘শাহজাহান রিজেন্সি’র ট্রেলার

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement