Kangana Ranaut

কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ

আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেন কঙ্গনা রানাউত। নিজের দিদি রঙ্গোলি চান্ডেলের পাশে দাঁড়ানোর প্রেক্ষিতে নায়িকা যে ভিডিয়ো পোস্ট করেন, তা থেকেই বেড়েছে সমস্যা।

Advertisement
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০০:৫৫
Share:

কঙ্গনা

আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেন কঙ্গনা রানাউত। নিজের দিদি রঙ্গোলি চান্ডেলের পাশে দাঁড়ানোর প্রেক্ষিতে নায়িকা যে ভিডিয়ো পোস্ট করেন, তা থেকেই বেড়েছে সমস্যা। একদল মানুষকে ‘টেররিস্ট’ বলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মুম্বইয়ের আইনজীবী আলি কাসিফ খান দেশমুখ সম্প্রতি নায়িকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেছেন, এক বোন জেনোসাইড কিলিং, হিংসার কথা বলে এবং অন্য বোন শুধু তাঁকে সাপোর্টই করে না, বরং একদলের মানুষের গায়ে ‘টেররিস্ট’ তকমা সেঁটে দেয়।

Advertisement

প্রসঙ্গত, রঙ্গোলির হয়ে কথা বলতে গিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন কঙ্গনা। তাতে তিনি স্পষ্ট বলেছেন, ‘‘যারা ডাক্তার এবং পুলিশের প্রতিনিধিদের গায়ে হাত তোলে, তাদের গুলি করে খুন করা উচিত। সুজ়ান খানের বোন ফারহা খান আলি ও রিমা কাগতি ভুল অভিযোগ তুলেছেন। কখনও এটা বলিনি যে, ডাক্তার-পুলিশকে যারা পেটাচ্ছে, তারা মুসলমান। মুসলমান জেনোসাইডের কথাও কেউ বলিনি। যদি কেউ আমাদের করা কোনও টুইটে এমন বক্তব্য দেখাতে পারেন, তা হলে দু’জনেই প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেব।’’ তিনি আরও বলেন, যারা ডাক্তার-পুলিশের গায়ে হাত তোলে, তারা বিশেষ কোনও সম্প্রদায় বা গোষ্ঠীর অন্তর্গত হয় না। প্রসঙ্গত, কিছু দিন আগে অশালীন ও প্ররোচনামূলক মন্তব্য করার প্রেক্ষিতে টুইটারে রঙ্গোলি চান্ডেলের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছিল সাইট কর্তৃপক্ষ। তারই প্রেক্ষিতে কঙ্গনা পোস্ট দিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement