Anupama Pathak

এ বার অভিনেত্রী আত্মঘাতী মুম্বইয়ে

মৃত্যুর এক দিন আগে ফেসবুক লাইভে আসেন অনুপমা৷ তিনি জানান যে তিনি  প্রতারিত হয়েছেন, কাউকে আর বিশ্বাস করতে পারছেন না!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২০ ১৬:৪৪
Share:

অভিনেত্রী অনুপমা পাঠক। ফাইল চিত্র।

মুম্বইয়ে আরও এক অভিনেত্রীর মৃত্যুর খবর। দাহিসরের বাড়ি থেকে উদ্ধার হল অভিনেত্রী অনুপমা পাঠকের দেহ৷ প্রাথমিক তদন্তে মুম্বই পুলিশের অনুমান, গত ২ অগস্ট তিনি আত্মঘাতী হন৷ অভিনেতা সমীর শর্মার মতো সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন এই ভোজপুরি অভিনেত্রী অনুপমা।

Advertisement

মৃত্যুর এক দিন আগে ফেসবুক লাইভে আসেন অনুপমা৷ তিনি জানান যে তিনি প্রতারিত হয়েছেন, কাউকে আর বিশ্বাস করতে পারছেন না!

ইতিমধ্যেই এই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। অনুপমা সুইসাইড নোট রেখে গিয়েছেন।

Advertisement

পুলিশের খবর, সুইসাইড নোটে অনুপমা লিখেছেন, মালাডের এক কোম্পানিতে দশ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ের পরেও টাকা ফেরত দিচ্ছিল না তারা। এ ছা়ড়াও সেই চিঠিতে মনীশ ঝা বলে এক ব্যক্তির নামও নাকি উল্লেখ করেছেন অনুপমা, লকডাউনের শুরুতে তিনি অনুপমার কাছ থেকে তাঁর দু-চাকার গাড়ি নিয়ে গেলেও ফেরত দেননি।

আরও পড়ুন: সুশান্ত রহস্য: কয়েক ঘণ্টা ধরে ইডি অফিসে জেরা চলছে রিয়ার

আরও পড়ুন: সারা জীবন এক জনের সঙ্গে কাটাতে পারবেন না, বহু সম্পর্কের পরেও সিঙ্গল অক্ষয় খন্না​

একই দিনে মুম্বইয়ে বিনোদন জগৎ থেকে উঠে আসা জোড়া আত্মহত্যার ঘটনায় স্তব্ধ বলিউড। বৃহস্পতিবার সকালে টেলিভিশন অভিনেতা সমীর শর্মার আত্মহত্যার খবর সামনে আসে। ওই দিন রাতে জানা যায় অনুপমার মৃত্যুর খবর। তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় তাঁর মুম্বইয়ের দহিসারের বাড়ি থেকে। হিন্দি টেলিভিশন সিরিয়ালের পাশাপাশি বেশ কিছু ভোজপুরী ছবিতেও অভিনয় করেছেন অনুপমা পাঠক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement