প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
লকডাউনে অবসরকে কাজে লাগিয়ে একটি গল্প লিখে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পদ্মনাভ দাশগুপ্তর উপর দায়িত্ব পড়েছে এই গল্পকে চিত্রনাট্যের আকার দেওয়ার। একটি বাচ্চা ছেলে এবং একজন প্রাপ্ত বয়স্কর সম্পর্ক নিয়ে এই কাহিনি। প্রাপ্ত বয়স্কের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রাথমিক পর্যায় এই ছবির কাজ শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে শ্যুটিং শুরু হবে পরের মাস থেকে। শোনা যাচ্ছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবিতে অভিনয় করতে পারেন।
যখন থেকে অতিমারি শুরু হল, তখন থেকে প্রসেনজিৎ তাঁর কাজ নিয়ে কোনও কথা বলেননি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নামের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই সময় আনন্দবাজার ডিজিটালকে অভিনেতা জানিয়েছিলেন, কোনও দিনই তিনি রাজনীতিতে আসবেন না। বরাবরই তিনি অলক্ষ্যে থেকেছেন। নিজের কাজ করে গিয়েছেন। তাঁর এই অবিরাম নীরবতার ফলই হল এই গল্প।