গ্রাফিক- তিয়াসা দাস।
প্রোফাইল পিকচারে জ্বলজ্বল করছে শ্রাবন্তীর ছবি। ডেসক্রিপশনে লেখা শ্রাবন্তী ফ্যান ক্লাব। নীচে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে স্পষ্ট ভাবে বলা, ‘প্রমোশনের জন্য ডাইরেক্ট মেসেজ করুন।’
অথচ কিসের প্রমোশন? কার প্রমোশন? সে ব্যাপারে বিন্দুবিসর্গ জানেনই না অভিনেত্রী। তাঁর নাম ব্যবহার করে সরাসরি চাওয়া হচ্ছে টাকা! দেওয়া হচ্ছে কাজ পাইয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতিও!
এ রকমই এক ভুয়ো পেজ নিয়ে রীতি মতো বিরক্ত শ্রাবন্তী। ইতিমধ্যেই ফেসবুকে সেই পেজের স্ক্রিনশট শেয়ার করে সাবধান করেছেন তিনি। আনন্দবাজার ডিজিটালকে শ্রাবন্তী বলেন, ‘‘খুবই ঘৃণ্য একটা কাজ। এ ভাবে নাম নিয়ে অনৈতিক কাজকর্ম করার কোনও মানে হয় না। আমি বিষয়টা জানতে পেরেই সবাইকে সাবধান করেছি।’’
এ ভাবে ভুয়ো পেজ বানিয়ে টাকা চাওয়া তো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। এ প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য, ‘‘একশো বার। আমি সাইবার সেলেও অভিযোগ জানানোর কথা ভেবেছি।’’
সেলেবদের নাম ব্যবহার করে ভুয়ো পেজ, প্রোফাইল বানানো নতুন নয়। এর আগে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। রাজ সেই সময় সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাবে ফ্যানদের এ সব প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন।