Pradhan vs Kabuliwala in Box Office

প্রেক্ষাগৃহে জোর টক্কর ‘প্রধান’ ও ‘কাবুলিওয়ালা’র, বড়দিনের মরসুমে কে এগিয়ে থাকল?

হিন্দি ছবির ভিড়েই গত সপ্তাহে মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘প্রধান’ এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘কাবুলিওয়ালা’। বক্স অফিসে দুই ছবির লড়াই জমে উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ২০:২৪
Share:

(বাঁ দিকে) ‘প্রধান’ ছবিতে দেব, ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

বড়দিনের প্রাক্কালে প্রেক্ষাগৃহে চলছে দুই ‘বড়’ বাংলা ছবি। এক দিকে রয়েছে দেব অভিনীত ‘প্রধান’। অন্য দিকে, মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’। তবে এ বারের শীতে বাংলা ছবির সফর খুব সহজ নয়। কারণ, একই সময়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ এবং প্রভাসের ‘সালার’। হিন্দি ছবির সঙ্গে বাংলা ছবি কতটা এঁটে উঠতে পারছে, তা নিয়ে কৌতূহল থাকেই। কিন্তু, বছর শেষে টলিপাড়ায় দুই বাংলা ছবির টক্কর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ছবিমুক্তির পর কেটেছে চার দিন। কে এগিয়ে, আর কে পিছিয়ে, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

চলতি মাসের শুরু থেকেই এই দুই বাংলা ছবিকে নিয়ে আগ্রহের পারদ সময়ের সঙ্গে ঊর্ধ্বে উঠেছে। গত বছর ‘প্রজাপতি’ ছবিতে দেব-মিঠুন জুটিকে দেখেছিলেন দর্শক। এই বছর তাঁরা ভিন্ন শিবিরে। তাই কার ছবি দর্শকদের ধরে রাখবে, তা নিয়ে কৌতূহল ছিলই। টলিপাড়ায় খোঁজ নিয়ে জানা গেল, দু’টি ছবিই উনিশ-বিশের ফারাকে লড়াই করছে। শুরুতে ‘কাবুলিওয়ালা’র গতি একটু ধীর ছিল। কিন্তু মিঠুনের অভিনয় এই ছবির টিকিট বিক্রির হার সময়ের সঙ্গে বাড়িয়েছে। অন্য দিকে, বিগত তিন বছর ধরে বড়দিনে ছবি নিয়ে আসছেন দেব। তাই প্রত্যাশা মতো শুরু থেকেই ‘প্রধান’ জোরকদমে যাত্রা শুরু করেছে। উত্তর কলকাতার স্টার থিয়েটারের তরফে জয়দীপ মুখোপাধ্যায় বললেন, ‘‘বড়দিনে ‘প্রধান’-এর শো হাউসফুল হয়েছে। ‘কাবুলিওয়ালা’রও প্রায় হাউসফুল। দুটো ছবিই খুব ভাল ব্যবসা করছে।’’ এই প্রেক্ষাগৃহেই চলছে ‘ডাঙ্কি’। ইদানীং বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলেই বাংলা ছবিকে জায়গা দেওয়া হচ্ছে না বলে একাধিক অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গ টেনেই জয়দীপ বললেন, ‘‘ছুটির মরসুমে দর্শক ছবি বেশি দেখেন। ‘ডাঙ্কি’র পরিবেশক রাজি হয়েছেন বলেই কিন্তু বাংলা ছবি চালাতে পারলাম।’’

সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দু’টি ছবিরই ব্যবসা ভালই। কিন্তু ‘কাবুলিওয়ালা’র তুলনায় ‘প্রধান’ অনেকটাই এগিয়ে। খোঁজ নিয়ে জানা গেল, বড়দিনে গোটা রাজ্যে আইনক্স-পিভিআর-এ দেবের ছবির প্রায় ২৫টি শো হাউসফুল হয়েছে। মিঠুনের ছবিও হাউসফুল হয়েছে, তবে সংখ্যাটা কম। তবে দুই ছবির নির্মাতারাই তাঁদের ছবির ব্যবসা নিয়ে খুশি। নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানি বললেন, ‘‘কোনও তারকা নয়, ছবি একটা দলগত প্রয়াস। শাহরুখের জন্যই শুরুতে ‘ডাঙ্কি’তে ভিড় বেড়েছিল। কিন্তু ছবি তো ততটা ভাল নয়! এই বড়দিনে বাংলা ছবি একজোট হয়ে হিন্দি ছবিকে কোণঠাসা করে দিয়েছে।’’

Advertisement

দর্শক যে বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে নেননি, সে কথা মেনেই শহরের এক প্রেক্ষাগৃহের কর্ণধারের যুক্তি, ‘‘দেব বা মিঠুনদা, দু’জনেরই আলাদা দর্শক রয়েছে। তাই ছবি তাঁরা দেখবেনই। কম-বেশি হতেই পারে। তাতে তো দোষ নেই। ছবিই শেষ কথা বলে।’’ দুই ছবির প্রযোজকরা অবশ্য এখনই ব্যবসার অঙ্ক নিয়ে কোনও তথ্য দিতে নারাজ। তবে টলিপাড়ার একটি সূত্রের দাবি, প্রথম চার দিনে বক্স অফিসে ‘প্রধান’-এর ব্যবসা ছাড়িয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। সেখানে ‘কাবুলিওয়ালা’ ১ কোটি টাকার কিছু বেশি ব্যবসা করেছে। ‘প্রধান’ ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী বললেন, ‘‘এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, শহরের পাশাপাশি মফস্‌সলের দর্শকও পাল্লা দিয়ে ‘প্রধান’ দেখছেন। ছবিটা যে ব্লকবাস্টার হয়ে গিয়েছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই।’’

শহরের হলমালিকদের সিংহভাগের অনুমান, নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত দু’টি ছবির ব্যবসার হার ভালই থাকবে। তার পর বক্স অফিসে নতুন ছবি মুক্তির জন্য এই ছবিগুলির শো-এর সংখ্যার তারতম্য ঘটবে। তবে দুই ছবির ব্যবসা দেখে যে টলিপাড়া খুশি, তা এক প্রকার স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement