Koel Mallick

পুজোয় ভক্তদের জন্য মা দুর্গার কাছে কী চাইলেন কোয়েল ?

গত ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘মিতিন মাসি’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ১৭:২৯
Share:

কোয়েল মল্লিক। —ফাইল চিত্র।

পুজোর মুখেই মুক্তি পেয়েছে অরিন্দম শীল পরিচালিত কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’। নতুন ছবি নিয়ে বেজায় ব্যস্ত কোয়েল। তারই ফাঁকে সপ্তমীর দুপুরে ফেসবুক লাইভের মধ্যে দিয়ে ভক্তদের জন্য মায়ের কাছে শুভকামনা করলেন কোয়েল। জানালেন বড়দের প্রণাম আর ছোটদের ভালবাসা। সকলের মনের ইচ্ছা যাতে পূরণ হয় সে জন্যও প্রার্থনা করলেন তিনি।

Advertisement

পাশাপাশি ঠাকুর দেখার মাঝে সবাই যেন এক বার হলেও ‘মিতিন মাসি’ দেখেন, সেই আবদারও করলেন কোয়েল। আর যাঁরা ইতিমধ্যেই ছবিটি দেখে নিয়েছেন তাঁদের জানালেন অনেক ধন্যবাদ। অফ হোয়াইট আর হলুদ পাড়ের শাড়িতে তাঁকে দেখতেও লাগছিল মোহময়ী।

গত ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘মিতিন মাসি’। একই দিনে মুক্তি পাওয়া আরও তিনটি বিগ বাজেট বাংলা ছবির সঙ্গে বেশ ভাল ভাবেই টক্কর দিচ্ছে সেই ছবি, অন্তত বক্স অফিসের অঙ্ক সে কথাই জানান দিচ্ছে ।

Advertisement

আরও পড়ুন: আগামী বছরে মহালয়ার ৩৬ দিনের মাথায় মহাসপ্তমী!​

আরও পড়ুন: লড়াইয়ের গসিপকে উড়িয়ে দিয়ে পুজোতেও একসঙ্গে মিমি-নুসরত!​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement