Laal Singh Chaddha

Amir-Akshay: বাতিল হচ্ছে হাজার হাজার শো, ‘লাল সিংহ চড্ডা’ বা ‘রক্ষা বন্ধন’ কি পছন্দ করছেন না দর্শক

১১ অগস্ট মুক্তির পরই মুখ থুবড়ে পড়েছে আমির খানের ‘লাল সিংহ চড্ডা’ আর অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৪:০৫
Share:

আমির, অক্ষয় দু’জনেই ফেল!

এত প্রচারের পরও দর্শক টানতে ব্যর্থ একই দিনে মুক্তি পাওয়া ছবি ‘লাল সিংহ চড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’। বক্স অফিসেও বিপুল লোকসান। প্রেক্ষাগৃহের মালিকরা বাধ্য হয়ে বহু শো বাতিল করার সিদ্ধান্ত নিলেন। মুক্তির এক দিন পরেই ‘লাল সিংহ চড্ডা’-র ১৩০০ শো, ‘রক্ষা বন্ধন’-এর এক হাজার শো তুলে নেওয়া হল। শুধু তা-ই নয়, বিভিন্ন প্রেক্ষাগৃহে শুক্রবার সকালের শো বাতিল পর্যন্ত করা হয়েছিল।

Advertisement

বক্স অফিসের অঙ্কে চোখ রাখলে দেখা যাবে, ‘লাল সিংহ চড্ডা’র শুক্রবারের আয় ৪০ শতাংশ কম হয়েছে। ‘রক্ষা বন্ধন’-এর আয়ও হয়েছে প্রত্যাশার চেয়ে ৩০ শতাংশ কম। ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে ছবি দেখার কৌতূহল হোক, বা অভিনেতার আকর্ষণে, আমির খান আর করিনা অভিনীত ‘লাল সিংহ চড্ডা’ শহর এলাকাগুলোয় তা-ও বা চলছে, ‘রক্ষা বন্ধন’ একেবারেই চলছে না বলে জানিয়েছেন বিভিন্ন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

তবে মুম্বইয়ের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, উৎসবের মরসুমে মুক্তি পাওয়া দু’টি ছবিকেই বাছাই কিছু প্রেক্ষাগৃহে বাঁধতে চেয়েছেন ব্যবস্থাপকরা। ছবি নির্মাতারা নাকি ইচ্ছা করেই শোয়ের সংখ্যা কমিয়ে এনেছেন।দেশের সব কটা প্রেক্ষাগৃহ মিলিয়ে প্রতিটি ছবির ক্ষেত্রেই ১০ হাজার শো হওয়ার কথা ছিল। দর্শকের অনীহা দেখে সেই বাজেট কাটছাঁট করে এখন লোকসানের মাত্রা কমানোর চেষ্টা করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement