প্রতীকী চিত্র।
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেডে রয়েছে চাকরির সুযোগ। গত মাসে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তবে পুনরায় আবারও প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি। যেখানে বৃদ্ধি করা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা। ইঞ্জিনিয়ারদের জন্য এই চাকরির এই সুযোগ।
কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। কাজ করতে হবে রিনিউয়েবেল এনার্জি বিভাগে। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে তিন বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বিভাগে স্নাতক উত্তীর্ণ হতে হবে। অন্তত ১২ বছর প্রজেক্ট ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, ইমপ্লিমেন্টেশন বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যদিও উল্লিখিত বিষয়ে ডক্টরেট করে থাকলে, তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কারও সাত বছর এনার্জি সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলেও তিনি আবেদন করতে পারবেন। ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীর। প্রতি মাসে এক লক্ষ ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২০ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ওয়েবসাইটটি দেখতে পারেন।