ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ছবি: সংগৃহীত।
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কমিশনের ওয়েবসাইটে।
সৎকার কর্মী নেওয়া হবে। ‘ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফায়ার্স’-এর তরফে নিয়োগ করা হবে কর্মী। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। ভারতের নাগরিক হওয়া দরকার। শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে। মোট ন’টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে সাধারণ বিভাগ এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীদের নিয়োগ করা হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।