আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর নেহ্ রিজিয়ন, মণিপুর। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের মণিপুর কেন্দ্রে প্রফেশনাল পদে প্রার্থী প্রয়োজন। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন, শূন্যপদ ক’টি? সমস্ত বিষয়ে রইল বিশদ তথ্য।
পদ:
আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর নেহ্ রিজিয়ন (আরসিএনইএইচ)-এ ইয়ং প্রফেশনাল পদে প্রার্থী নিয়োগ করা হবে। একটি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা এবং অভিজ্ঞতা:
বীজ বিজ্ঞান এবং প্রযুক্তি (সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি) কিংবা জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি থাকা আবশ্যক। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর রয়েছে, এমন স্নাতকোত্তর প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্রে কাজ করার অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, ভার্চুয়াল মিটিং করার দক্ষতা দরকার।
পারিশ্রমিক:
মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদন সংক্রান্ত তথ্য:
বাছাই করা প্রার্থীদের ৯ অগস্ট, ২০২৩ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পদ এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য আরসিএনইএইচ-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।