প্রতীকী ছবি।
কেন্দ্রীয় সংস্থায় প্রশিক্ষণের সুযোগ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) অধীনস্থ ইনস্টিটিউট অফ সিস্টেম স্টাডিজ় অ্যান্ড অ্যানালিসিস কেন্দ্রে অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে নিয়োগ করা হবে। প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণ পাবেন। কী ভাবে আবেদন করা যাবে, কত টাকা ভাতা হিসেবে দেওয়া হবে, কোন কোন পদে নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত বিষয়ে রইল বিস্তারিত।
কারা আবেদন করতে পারবেন?
প্রশিক্ষণের জন্য কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তীর্ণ এবং ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের জন্য তিনটি এবং ডিপ্লোমা লাভ করেছেন, এমন প্রার্থীদের জন্য চারটি শূন্যপদ রয়েছে। যে সমস্ত প্রার্থী অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১-এর অধীনে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের আবেদন গ্রহণ করা হবে।
কী ভাবে নিয়োগ করা হবে?
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
কী ভাবে আবেদন করা যাবে?
প্রার্থীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
পারিশ্রমিক:
স্নাতকোত্তীর্ণ প্রার্থীরা মাসে নয় হাজার এবং ডিপ্লোমাপ্রাপ্ত প্রার্থীরা মাসে আট হাজার টাকা পারিশ্রমিক পাবেন।
আবেদনের পোর্টাল চালু করা হয়েছে ২০ জুলাই থেকে। আবেদনের শেষ দিন ১০ অগস্ট, ২০২৩। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।