ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। কলকাতায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। প্রজেক্ট ইন্টার্ন পদে ওই প্রকল্পে কর্মখালি রয়েছে। মোট শূন্যপদ একটি।
নিযুক্তদের ‘মনিটরিং বায়োডায়ভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ফর ইকোসিস্টেম এনহ্যান্সমেন্ট আন্ডার দ্য গ্রিন ইন্ডিয়া মিশন: ফেজ় টু’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে। এই প্রকল্পে মধ্যপ্রদেশ সরকার আর্থিক অনুদান দেবে। ইন্টার্ন হিসাবে নিযুক্ত ব্যক্তিকে মধ্যপ্রদেশের ১১টি ফরেস্ট ডিভিশন থেকে সংগৃহীত মাটির নমুনা পরীক্ষা করতে হবে।
আবেদনকারীদের রসায়ন, ফরেস্ট্রি, পরিবেশ বিজ্ঞান, ইকোলজির মতো বিষয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ছ’মাসের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মাটির নমুনা পরীক্ষা করার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
মোট ১০ মাসের জন্য প্রজেক্ট ইন্টার্ন হিসাবে কাজ করতে হবে। আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ অন্যান্য নথি ইমেল মারফত পাঠাতে হবে। ৫ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।