সেন্ট্রাল ওয়্যারহাউজ কর্পোরেশন। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মখালি। ক্রেতা বিষয়ক, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের সেন্ট্রাল ওয়্যারহাউজ কর্পোরেশনের বিভিন্ন বিভাগে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে।
সিভিল, ইলেকট্রিক্যাল বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ২৩টি। অ্যাকাউন্ট্যান্ট, সুপারিন্টেন্ডেন্ট জেনারেল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে সরাসরি নিয়োগ করা হবে ১১৬ জন কর্মীদের।
এ ছাড়াও স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় দফতরে সুপারিন্টেন্ডেন্ট জেনারেল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের দফতরে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৪টি।
আবেদনকারীদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট পদে সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য, কৃষিবিদ্যা, প্রাণিবিদ্যা, রসায়ন, বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তীর্ণ এবং স্নাতকোত্তর প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
নিযুক্ত ব্যক্তিরা মাসে ৪০ হাজার থেকে এক লক্ষ ৪০ হাজার টাকা আয় করার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে ফর্ম পূরণ করে তা আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারেন। ২৬ অগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে আবেদন গ্রহণ করা হবে। ওয়েবসাইটেই অনলাইনে পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে। অন্যান্য তথ্যের জন্য ওয়েবসাইটে নজর রাখতে হবে প্রার্থীদের।