প্রতীকী চিত্র।
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এ রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রিটেনার কনসাল্ট্যান্ট ডক্টর নেওয়া হবে। ‘পার্ট টাইম’-এর ভিত্তিতে এই পদে রয়েছে কাজের সুযোগ। প্রথমে কাজের মেয়াদ হবে দু’বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস/ এমডি ডিগ্রি থাকতে হবে। স্টেট মেডিক্যাল কাউন্সিল/ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার অধীনে নাম নথিভুক্ত থাকা দরকার। অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। যদি এমডি ডিগ্রি থাকে তা হলে প্রতি মাসে ৫৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। যদি শুধু এমবিবিএস ডিগ্রি থাকে তা হলে ৪৬ হাজার টাকা দেওয়া হবে প্রতি মাসে।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী এই পদে। ২৮ সেপ্টেম্বর ইন্টারভিউ হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে। সকাল সাড়ে ৯টার মধ্যে পৌঁছে যেতে হবে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করা দরকার। তার জন্য প্রথমে হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।