সেন্ট্রাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় টেকনিশিয়ান পদে কাজের সুযোগ। থাকতে হবে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার শংসাপত্র। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে আগে কাজ করেছেন, এমন অভিজ্ঞতাসম্পন্নদের নিয়োগ করা হবে। কাজ করতে হবে প্রতিষ্ঠানের সেন্ট্রাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে।
এ ক্ষেত্রে দশম উত্তীর্ণদের অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তাঁদের সরকারি কিংবা সরকার পোষিত সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, আবেদনকারীদের কাছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকা বাধ্যতামূলক। মোট ২৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের তরফে ট্রেড টেস্টের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ওই ট্রেড টেস্টটি লিখিত রূপে নেওয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী আবেদনকারীদের নিয়োগের পরবর্তী পর্যায়ের জন্য বেছে নেওয়া হবে। পদপ্রার্থীদের মোট ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনপত্রে সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ জীবনপঞ্জিও পাঠাতে হবে। ওই আবেদনপত্র ২৮ মার্চের আগে জমা দিতে হবে। আলাদা করে ১০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে হলে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।