UCIL Recruitment 2023

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?

চুক্তি অনুযায়ী, প্রার্থীরা এক বছর কাজ করতে পারবেন। বয়স হতে হবে ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১১:৩৬
Share:

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সংস্থায় বয়েলার-কাম-কম্প্রেসর অ্যাটেন্ডেন্ট প্রয়োজন। চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। চুক্তি অনুযায়ী, প্রার্থীরা এক বছর কাজ করতে পারবেন। ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে বয়স হতে হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীদের দশম উত্তীর্ণ হওয়া আবশ্যক। কেন্দ্র কিংবা কেন্দ্র শাসিত অঞ্চল অনুমোদিত ফার্স্ট ক্লাস বয়েলার অ্যাটেন্ডেন্ট-এর শংসাপত্র রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শূন্যপদ একটি।

Advertisement

অভিজ্ঞতা:

এক বা তার বেশি বছর সময়ের জন্য ফার্স্ট ক্লাস বয়েলার ইন-চার্জ পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তেল চালিত বয়েলারে কাজের অভিজ্ঞতা থাকলেও প্রার্থীদের আবেদন গ্রহন করা হবে।

বয়স:

প্রার্থীদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

পারিশ্রমিক:

প্রতি মাসে নির্বাচিত প্রার্থী ৩৮ হাজার ৩৪৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

কী ভাবে নিয়োগ করা হবে?

ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

ডাকযোগে প্রার্থীদের আবেদন পত্র গ্রহণ করা হবে। ওই আবেদন পত্র ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ঝাড়খন্ডের দফতরের ঠিকানায় পাঠাতে হবে। ৩১ জুলাই, ২০২৩ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement