শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। সংগৃহীত ছবি।
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি। সম্প্রতি পোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। চুক্তির ভিত্তিতে একটি পদে কর্মী নিয়োগ করা হবে। হলদিয়া ডক কমপ্লেক্সের মেরিন অপারেশনস ডিভিশনের জন্য এই নিয়োগ। এর জন্য আগ্রহীরা অফলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
পোর্টে নিয়োগ হবে পোর্ট ডাইভিং অফিসার পদে। শূন্যপদ রয়েছে একটি। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিকের পরিমাণ হবে ৪৬,৫০০ টাকা প্রতি মাসে। সপ্তাহে ছ’দিন কাজের দায়িত্ব থাকবে নিযুক্ত ব্যক্তির। মোট তিন বছরের জন্য এই পদে প্রার্থী নিয়োগ করা হবে। পরে কাজের ভিত্তিতে এবং প্রয়োজন অনুসারে এই মেয়াদ বাড়ানোও হতে পারে।
পোর্ট ডাইভিং অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের ভারতীয় নৌবাহিনী বা অন্য বন্দর সংস্থা থেকে ডাইভিংয়ের শংসাপত্র থাকতে হবে। এ ছাড়া ডাইভিংয়ের কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরাম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ নভেম্বর। এর বাছাই প্রার্থীদের পোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখতে হবে।