প্রতীকী চিত্র।
হাওড়ার শিবপুরে সালকিয়া গভর্নমেন্ট স্পনসরড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাওড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। রাজ্য সরকারের স্কুল শিক্ষা বিভাগের তরফে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে সমস্ত পদে। আবেদন জানাতে হবে অফলাইনে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে অতিথি শিক্ষক এবং নৈশপ্রহরী (নাইট গার্ড) পদে। অতিথি শিক্ষক নেওয়া হবে অঙ্ক, ইংরেজি, হিন্দি, স্বাস্থ্য এবং শারীরশিক্ষা এবং কম্পিউটার বিষয়ের জন্য। মোট শূন্যপদের সংখ্যা ছ’টি। প্রার্থীদের বয়স ৪০ বছরের কম হলেই আবেদন জানাতে পারবেন এই পদগুলিতে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। অতিথি শিক্ষকদের ক্লাস পিছু ৪০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। অন্যদিকে, নৈশপ্রহরী পদে নিযুক্তকে দৈনিক ৪০০ টাকা বেতন দেওয়া হবে।
নৈশপ্রহরী পদের জন্য প্রার্থীদের দ্বাদশ পাশ হতে হবে। বিভিন্ন বিষয়ের অতিথি শিক্ষক পদের জন্যেও রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আবেদনপত্র-সহ সমস্ত প্রয়োজনীয় নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। স্কুলের অফিসের ঠিকানায় পাঠাতে হবে সমস্ত নথি। আবেদনের শেষ দিন আগামী ৩১ জুলাই বিকেল ৪টে। নিয়োগ সংক্রান্ত বিষয় বিশদে জানার জন্য হাওড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে।