রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (রাইটস) লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সম্প্রতি সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদার নিয়োগ করবে। এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে আগ্রহীদের।
সংস্থায় নিয়োগ হবে এজিএম (আইটি) পদে। শূন্যপদ রয়েছে একটি। প্রার্থীদের বয়স ৪৯ বছরের মধ্যে হলে এই পদে আবেদন জানাতে পারবেন। নিযুক্ত ব্যক্তির বেতনক্রম হবে ১,০০,০০০-২,৬০,০০০ টাকা প্রতি মাসে। নিয়োগের পর প্রথম এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে প্রার্থীকে। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী নিযুক্তের পোস্টিং হবে দেশের যে কোনও অঞ্চলে।
আবেদন জানাতে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারি-এ বিই/ বিটেক/ বিএসসি ডিগ্রি অথবা এমসিএ ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি/ রাজ্য সরকারি/ রাষ্ট্রায়ত্ত/ স্বশাসিত কোনও সংস্থায় ১৯ বছরের পেশাদারি অভিজ্ঞতাও থাকতে হবে। আবেদন জানাতে পারবেন বেসরকারি বা অন্যান্য সংস্থায় এগজিকিউটিভ পদে কর্মরতরাও।
শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক যাচাইয়ের পর এই পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে আগামী ২৭ সেপ্টেম্বর। ইন্টারভিউয়ের দিন নথি যাচাইকরণের জন্য সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে প্রার্থীদের।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে এই পদে। আবেদনমূল্য বাবদ জেনারেল/ ওবিসি শ্রেণিভুক্তদের এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জমা দিতে হবে যথাক্রমে ৬০০ টাকা এবং ৩০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ২৫ সেপ্টেম্বর। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।