প্রতীকী ছবি।
মালদহ জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে জেলাশাসক ও কালেক্টরের অফিসের তরফে। তবে এই সুযোগ শুধু অবসরপ্রাপ্তদের জন্য।
নিয়োগ হবে গ্রুপ সি ক্ল্যারিক্যাল পদে। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া দরকার। এ ছাড়া, প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে আগামী ২৪ ডিসেম্বর। ওই দিন বেলা ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছতে হবে প্রার্থীদের। আবেদনপত্র ডাউনলোড করতে প্রথমে মালদহ জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। তা থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। কী কী নথি প্রয়োজন, সেই তথ্য এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও সবিস্তার জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।