প্রতীকী ছবি।
সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে রয়েছে কাজের অভিজ্ঞতা? ভারতীয় রেল দিচ্ছে চাকরির সুযোগ। রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের তরফে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। ইঞ্জিনিয়ার-সহ আরও ২টি পদে মোট ৭ জন ব্যক্তিকে নিয়োগ করা হবে। বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
কোন কোন পদে চলছে নিয়োগ?
ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে অভিজ্ঞ এবং দক্ষ কর্মীদের।
কোন বিভাগে হবে নিয়োগ?
সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে নিয়োগ করা হবে নির্বাচিত ব্যক্তিদের।
কত বছরের জন্য নিয়োগ করা হবে?
৫ বছর ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বহাল থাকবেন নির্বাচিত প্রার্থীরা।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত রেল কর্মীরা সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে কাজ করেছেন, সেই সমস্ত কর্মীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
কোন কোন শহরে মিলবে কাজের সুযোগ?
কলকাতা, রাঁচি, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, আহমেদাবাদ, বিলাসপুর, এই ৬টি শহরে উল্লিখিত পদে পাবেন কাজের সুযোগ।
রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদগুলিতে আবেদনের শেষ দিন ২৬ জুন, ২০২৩। নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র অনলাইনে মেল যোগে পাঠাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিতে ওয়েবসাইট দেখে নিতে পারেন।