পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।
সরকারি সংস্থা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-এ একাধিক পদে কর্মখালি। সেই মর্মে ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। জানানো হয়েছে, তিনশোরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মীদের। এর জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। যে প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকেই।
ব্যাঙ্কে নিয়োগ হবে অফিসার-ক্রেডিট, অফিসার-ইন্ডাস্ট্রি, ম্যানেজার-আইটি, সিনিয়র ম্যানেজার-আইটি, ম্যানেজার-ডেটা সায়েন্টিস্ট, সিনিয়র ম্যানেজার-ডেটা সায়েন্টিস্ট, ম্যানেজার-সাইবার সিকিউরিটি এবং সিনিয়র ম্যানেজার-সাইবার সিকিউরিটি পদে। মোট শূন্যপদ ৩৫০টি।
অফিসার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ২১-৩০ বছর, ২৫-৩৫ বছর এবং ২৭-৩৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
অফিসার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিযুক্তদের বেতনকাঠামো হবে যথাক্রমে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা, ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা এবং ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা।
অফিসার-ইন্ডাস্ট্রি পদে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ কেমিক্যাল/ মেকানিক্যাল/ সিভিল/ টেক্সটাইল/মাইনিং/ মেটালার্জি ইঞ্জিনিয়ারিং-এ বিই বা বিটেক-এ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। একই সঙ্গে প্রয়োজন পেশাগত অভিজ্ঞতারও। বাকি পদের জন্যও ধার্য করা হয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।
প্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা অনলাইনে হলেও, তা হবে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে। সম্ভাব্য অনলাইন পরীক্ষার সময় এপ্রিল/ মে। ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আবেদনমূল্য বাবদ সংরক্ষিত প্রার্থীদের ৫৯ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের ১১৮০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৪ মার্চ। এই বিষয়ে আরও বিশদে জানা যাবে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে।