ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। সংগৃহীত ছবি।
রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকরির সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় একটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা। এর জন্য আগ্রহীরা শুধুমাত্র অফলাইনে আবেদন গৃহীত হবে।
সংস্থার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন ক্ষেত্রের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ম্যানেজার (এস অ্যান্ড টি) পদে। মোট শূন্যপদ চারটি। নিযুক্তদের পোস্টিং হবে দেশে বা বিদেশে সংস্থার বিভিন্ন অফিসে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৭ বছর। বয়সের ছাড় থাকবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগসুবিধাও মিলবে।
ম্যানেজার (এস অ্যান্ড টি) পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।