Central Bank Recruitment 2025

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, পোস্টিং শিলিগুড়িতে

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৭:৫১
Share:
Central Bank of India

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)-য় কর্মখালি। এই মর্মে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্কে অবসরপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ রয়েছে। পোস্টিং হবে রাজ্যেরই একটি অঞ্চলে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ব্যাঙ্কের ফিন্যান্সিয়াল লিটারেসি সেন্টারের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে কাউন্সেলর পদে। শূন্যপদের কথা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়নি। নিযুক্ত ব্যক্তির পোস্টিং হবে দার্জিলিং (শিলিগুড়ি) ফিন্যান্সিয়াল লিটারেসি সেন্টারে। সংশ্লিষ্ট পদে প্রথমে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তি পেনশন প্রাপক কি না, তার উপর নির্ভর করে পারিশ্রমিক স্থির করা হবে।

Advertisement

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তাঁদের কোনও সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্কেল ২ বা তার উচ্চতর স্কেলের ব্যাঙ্ক অফিসারের পদ থেকে অবসরগ্রহণ করতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৪ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement