Punjab and Sind Bank Recruitment 2025

পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে ১৫৮টি শূন্যপদে কর্মী নিয়োগ, পোস্টিং পশ্চিমবঙ্গ-সহ অন্যত্র

প্রার্থীদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে শূন্যপদে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৮:১৭
Share:
Punjab and Sind Bank

পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক-এ একাধিক শূন্যপদে কাজের সুযোগ। সোমবার সেই মর্মে ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, নিযুক্তদের দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং দেওয়া হবে। এর জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদ ১৫৮টি। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছরব্যাপী। নিযুক্তদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, অরুণাচল প্রদেশ-সহ অন্যান্য রাজ্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের সাম্মানিকের পরিমাণ হবে মাসে ৯,০০০ টাকা।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি তাঁদের স্থানীয় ভাষায় কথোপকথন এবং লেখা বা পড়ার পারদর্শিতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ এবং ২০০ টাকা। আগামী ৩০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের মেধার ভিত্তিতে শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement