ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের কলকাতার দফতরে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে একটি গবেষণা প্রকল্পের জন্য প্রজেক্ট জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ওই পদে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কাজ করতে হবে। কেমিক্যাল সায়েন্সেস বিভাগের এই প্রকল্পে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির তরফে আর্থিক অনুদান দেওয়া হবে।
নিযুক্ত ব্যক্তিকে ‘বায়োকম্প্যাটিবল্ পলিমেরিক ন্যানোকেরিয়ারস ফর থেনারোস্টিক ক্যানসার ড্রাগ ডেলিভারি’ শীর্ষক প্রকল্পের জন্য কাজ করতে হবে। তাই আবেদনকারীদের কেমিক্যাল সায়েন্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটউট টেস্ট (গেট), সিএসআইআর কিংবা ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) জেআরএফ— এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এই পদে এক জন প্রার্থীকেই নিয়োগ করা হবে। প্রতি মাসে তাঁকে ৪২ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। নিযুক্তের কাজের ভিত্তিতে পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি করা হবে। অনূর্ধ্ব ৩২ বছর বয়সি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আলাদা করে কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না।
আগ্রহীরা ইমেল মারফত জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে পারবেন। ১২ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে পরবর্তী পর্যায়ের জন্য যাচাই করে নেওয়া হবে। ইন্টারভিউটি অনলাইনে নেওয়া হবে। এই পদে আবেদন কিংবা নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।