প্রতীকী চিত্র।
চুক্তির ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ। এই মর্মে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের কলকাতার দফতরে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তিদের মোট এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মোট শূন্যপদ তিনটি।
জেনারেল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের উল্লিখিত কাজের জন্য বেছে নেওয়া হবে। এ ছাড়াও লেদার টেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি, বায়োটেকনোলজিতে স্নাতক হয়েছেন, তাঁরা প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজ করার সুযোগ পাবেন। ওই কাজ করতে আগ্রহীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
তবে, উভয়ক্ষেত্রেই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন বয়সের প্রমাণপত্র, দশম ও দ্বাদশ উত্তীর্ণের প্রমাণপত্র-সহ অন্যান্য শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে হবে।
ইন্টারভিউ নেওয়া হবে ১৬ এপ্রিল। ওই দিন সকাল সাড়ে ১০টার মধ্যে আবেদনকারীদের ট্যাংরায় অবস্থিত সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের কলকাতার দফতরে উপস্থিত হতে হবে। নির্দিষ্ট সময়ের পরে আরও কোনও ব্যক্তিকেই ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।