প্রতীকী ছবি।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছে চাকরির সুযোগ। অধ্যাপনার সুযোগ দিচ্ছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনেই।
প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে প্রতিষ্ঠানে। মোট শূন্যপদ ৪০টি। এর মধ্যে ছ’জন প্রফেসর, ১৫ জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং ১৯ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিযুক্ত হবেন। প্রতিষ্ঠানের সায়েন্স, হিউম্যানিটিজ়, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্সেস, আর্টস অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভিন্ন বিষয় পড়ানোর জন্য কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রফেসরের মাসিক বেতন হবে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকার মধ্যে। অ্যাসোসিয়েট প্রফেসর বেতন পাবেন ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা থেকে ২ লক্ষ ১৭ হাজার ১০০ টাকার মধ্যে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বেতন হবে ৫৭ হাজার ৭০০ টাকা থেকে ১ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকার মধ্যে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রফেসর পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা দরকার। বাকি পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন প্রক্রিয়া:
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জমা দিতে হবে টাকা। ২০ ফেব্রুয়ারি অনলাইনে এবং ২৪ ফেব্রুয়ারি সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।