Prasar Bharati Recruitment 2023

প্রসার ভারতীতে উচ্চপদে কর্মখালি, কোন পদে, কতজনকে নিয়োগ করা হবে?

পদগুলিতে আবেদন করতে পারবেন কর্মরত বা অবসরপ্রাপ্তরা। সেই অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছর অথবা ৬২ বছরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ১৭:২২
Share:

প্রসার ভারতী। সংগৃহীত ছবি।

কেন্দ্রের সরকারি সংস্থা প্রসার ভারতীতে উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। সেই মর্মে প্রসার ভারতীর ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অভিজ্ঞ এবং পেশাদার ব্যক্তিদের সংস্থার বাজেট এবং অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ করা হবে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্ট)/ সিনিয়র কনসালট্যান্ট/ অ্যাডভাইজ়ার পদে। মোট শূন্যপদের সংখ্যা তিন। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। পদগুলিতে আবেদন করতে পারবেন কর্মরত বা অবসরপ্রাপ্তরা। সেই অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছর এবং ৬২ বছরের মধ্যে। পদগুলিতে নিয়োগ হবে এক বছরের জন্য। তবে কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে। কর্মরত এবং অবসরপ্রাপ্ত (যাঁরা পেনশনভোগী নন) ব্যক্তিরা এই পদে নিয়োগের পর প্রতি মাসে ১, ৯১,০০০ টাকা পারিশ্রমিক পাবেন। পেনশনভোগী অবসরপ্রাপ্তদের বেসিক পেনশনের অঙ্ক বাদ দিয়ে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনের জন্য কর্মরতদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। এ ছাড়া, নামী বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থায় ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি সব মিলিয়ে অন্তত ১০ বছর কমার্শিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড প্রিপারেশন অফ অ্যাকাউন্টস, ফিন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট-সহ অন্যান্য বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পৃথক যোগ্যতামান ধার্য করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৪ নভেম্বর। নিয়োগ সম্পর্কিত বাকি তথ্য বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement