প্রতীকী চিত্র।
উত্তর ২৪ পরগনায় স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। ন্যাশনাল হেলথ মিশন (এনএইচএম)-এর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের জন্য এই নিয়োগ। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।
স্বাস্থ্য দফতরে নিয়োগ হবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, জিডিএমও, স্টাফ নার্স, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এবং মেডিক্যাল অফিসার পদে। মোট শূন্যপদ রয়েছে ৯১টি। জিডিএমও এবং মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য বয়ঃসীমা ৬৭ বছর। অন্য পদগুলিতে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পদের ভিত্তিতে মাসিক বেতন হবে ১৮,০০০ টাকা থেকে শুরু করে ৬০,০০০ টাকা পর্যন্ত।
প্রতিটি পদে আবেদনের জন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার আলাদা মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা ছাড়াও লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। আগ্রহীদের উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইট বা রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে এই পদগুলিতে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদন জানানোর জন্য জমা দিতে হবে যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ৬ অক্টোবর। নিয়োগের শর্তাবলি এবং অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি দেখে নিতে হবে।