Govt Job Vacancy 2024

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন?

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর তরফে কর্মী নেওয়া হবে। তাঁদের ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ১৫:০৪
Share:

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। পারফর্মিং অ্যান্ড ভিস্যুয়াল আর্টস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, ওই কাজের জন্য এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইন আর্টস অ্যান্ড এস্থেটিক্সে কাজ করতে হবে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে। তবে সে ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

নিযুক্ত ব্যক্তিদের এক জনকে ভিস্যুয়াল আর্টস এবং দু’জনকে পারফর্মিং আর্টস বিভাগে কাজ করতে হবে। তাঁদের ‘ডেভেলপমেন্ট অফ টেক্সটবুকস অ্যান্ড টিচার্স হ্যান্ডবুক ইন আর্টস এডুকেশন ফ্রম প্রিপারেটরি টু সেকেন্ডারি স্কুল এডুকেশন’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে। তাঁদের কর্মস্থল হবে নয়া দিল্লি।

আগ্রহীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। চুক্তির ভিত্তিতে মোট ১০ মাসের জন্য সংশ্লিষ্ট কাজের জন্য নিযুক্তদের বহাল রাখা হবে। পদপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তাই আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

তাঁদের সরাসরি নয়া দিল্লির দফতরে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক শংসাপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে। ২২ মে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন বেলা ১১টার আগে আগ্রহীদের উপস্থিত হতে হবে। এই মর্মে আরও তথ্য জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement