এনআইটিটিটিআর-এ চাকরির সুযোগ।
চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চে (এনআইটিটিটিআর) রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে ইনস্টিটিউটের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৩৪টি। এর মধ্যে সংরক্ষিত বিভাগের জন্যও আসন বরাদ্দ রয়েছে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা থেকে ৫৬,৯০০ টাকার মধ্যে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার। এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দেওয়া দরকার। ১৭ জুলাই অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। ৩১ জুলাই সরাসরি নথি জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চের ওয়েবসাইটটি দেখতে পারেন।