NILD Recruitment 2023

কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজ়অ্যাবিলিটিজ়ে একাধিক পদে নিয়োগ, বেতন কত?

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। এছাড়াও আরও একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৫:৩১
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজ়অ্যাবিলিটিজ়। ছবি: সংগৃহীত।

কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজ়অ্যাবিলিটিজ়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কোন কোন পদে নিয়োগ এবং বেতন কত?

  • নার্সিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
  • ফিজিয়োথেরাপি-কনসাল্ট্যান্ট, ফিজিয়োথেরাপি বিভাগে লেকচারার নিয়োগ করা হবে। প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন হবে।\
  • অর্থোপেডিক এবং পিএম অ্যান্ড আর বিভাগে সিনিয়র রেসিডেন্ট পাবেন প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে।
  • হস্টেল ওয়ার্ডেনকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে।
  • লিগ্যাল কনসালট্যান্টের বেতন প্রতি মাসে হবে ৫২ হাজার টাকা।
  • জুনিয়র প্রস্থেটিস্ট পদে নিয়োগ করা হবে। তাঁকে প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
  • ওয়ার্কশপ ম্যানেজারকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
  • ক্লিনিক্যাল টিউটর প্রতি মাসে বেতন পাবেন ২১,২০৫ টাকা। প্রফেশন্যাল ট্রেনির বেতন হবে ১৮,৫০০ টাকা।
  • স্টাফ নার্স নিয়োগ করা হবে। তিনি প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা করে।
Advertisement

প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের। আবেদনের জন্য বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজ়অ্যাবিলিটিজ়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনমূল্য ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে। শেষে আবেদনপত্র, ডিমান্ড ড্রাফট এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘এমপ্লয়েমেন্ট নিউজ়’ পত্রিকাতে প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজ়অ্যাবিলিটিজ়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement