NFSU Recruitment 2023

কলকাতা-সহ দেশের অন্যত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, শূন্যপদ ক’টি?

এই সময়কালে নিযুক্তদের বেতনের পরিমাণ হবে ৭০,০০০ টাকা প্রতি মাসে। মেয়াদ বাড়লে বেতনের অঙ্কও বাড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৯:৪৮
Share:

ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি। সংগৃহীত ছবি।

কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি (এনএফএসইউ)-তে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে নিযুক্তদের পোস্টিং হবে। এর জন্য শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের জন্য অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে কর্মীদের। প্রকল্পটির নাম— এনএফএসইউ-ইডি। নিয়োগ হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা সাত। তবে তা পরিবর্তনসাপেক্ষ। আবেদনকারীদের বয়স কোনও ভাবে ৩৫ বছরের বেশি হওয়া চলবে না। প্রথমে এক বছরের জন্য প্রকল্পে নিয়োগ করা হবে প্রার্থীদের। এর পর প্রকল্পের প্রয়োজন অনুসারে এবং নিযুক্তদের কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে। এই সময়কালে নিযুক্তদের বেতনের পরিমাণ হবে ৭০,০০০ টাকা প্রতি মাসে। মেয়াদ বাড়লে বেতনের অঙ্কও বাড়ানো হবে। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, দিল্লি, চণ্ডীগঢ়, চেন্নাই, মুম্বাই এবং গান্ধীনগরে।

প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের ডিজিটাল ফরেন্সিক/ কম্পিউটার সায়েন্স/ সাইবার সিকিউরিটি/ ইনফরমেশন টেকনোলজি এমটেক/ এমএসসি/ এমই/ এমসিএ বা বিটেক/ বিই/ বিএসসি/ বিসিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও প্রয়োজন অন্যান্য যোগ্যতার, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

Advertisement

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে গিয়ে জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২৪ নভেম্বর। এর পর বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement