WB Health Recruitment

মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মখালি, নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে

ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজে মাসে ২১ হাজার টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৪ ১৫:৩৮
Share:

মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি হাসপাতালে কাজের সুযোগ। এই মর্মে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতায় আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।

Advertisement

উল্লিখিত পদে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের অন্তত এক বছর ডায়গনোস্টিক ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি থাকলেও আবেদনের সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে তাঁদের অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে ২৩ অগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement