MAKAUT Recruitment 2024

ম্যাকাউটে কর্মখালি, সুযোগ রয়েছে অধ্যাপনার

বিভাগের চারটি কোর্সে পড়াতে হবে। প্রতি কোর্সে মোট ৪০ ঘণ্টার ক্লাস নিতে হবে। প্রতি ক্লাস পিছু ৫০০ টাকা সাম্মানিক মিলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৯:১৬
Share:

ম্যাকাউট। ছবি: সংগৃহীত।

রাজ্যে মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এ কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

ভিজ়িটিং ফ্যাকাল্টি পদে নেওয়া হবে কর্মী। প্রতিষ্ঠানের মিডিয়া সায়েন্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বিভাগের চারটি কোর্সে পড়াতে হবে। প্রতি কোর্সে মোট ৪০ ঘণ্টার ক্লাস নিতে হবে। প্রতি ক্লাস পিছু ৫০০ টাকা সাম্মানিক মিলবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট/ পিএইচডি উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। ২৫ নভেম্বর সকাল ১১টা রিপোর্টিং-এর সময়। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ১২টার মধ্যে প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী নথি লাগবে তা জানতে প্রথমে ম্যাকাউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement