প্রতীকী চিত্র।
বাঁকুড়া জেলায় কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। তাতে জানানো হয়েছে, জেলায় খাতরা ডেভেলপমেন্ট ব্লকে পিএম-পোষণ প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
জেলার সংশ্লিষ্ট প্রকল্পে মিড ডে মিল অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে হবে নিয়োগ। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজের নিরিখে এই মেয়াদ বাড়ানো হবে। বয়স ৬৩ বছরের মধ্যে হলে এই পদে আবেদন জানাতে পারবেন। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১১ হাজার টাকা।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন। যাঁদের অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরির পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনার দক্ষতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে পার্সোন্যালিটি টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। খাতরা ব্লক ডেভেলপমেন্ট অফিসে আগামী ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় হবে ইন্টারভিউ। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে অন্যান্য তথ্য সবিস্তার জানার জন্য আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।