KNU Recruitment 2023

পদার্থবিদ্যা নিয়ে পড়েছেন? কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ

প্রার্থী নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তার আগে আগ্রহীদের জীবনপঞ্জি, সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৬:০০
Share:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

পদার্থবিদ্যা নিয়ে পড়েছেন। স্কুলে পড়াবার তেমন ইচ্ছে নেই, তাই বিএড করার কথাও ভাবছেন না। গবেষণা সংক্রান্ত কাজের প্রতি আগ্রহ রয়েছে, তাই ভাবছেন পিএইচডিতে ভর্তির আবেদন করার আগে যদি কোনও গবেষণার কাজে যোগ দিয়ে নিজের আগ্রহ এবং দক্ষতার মধ্যে সামঞ্জস্য আছে কি না, তা পরখ করে দেখা যায়? কিন্তু এ রকম সুযোগ কোথায় পাবেন? খোঁজ নিতে পারেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা (ফিজিক্স) বিভাগে প্রার্থী নিয়োগ করা হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে। এই পদে কত শূন্যপদ রয়েছে অথবা বেতন কত হবে, তা নিয়ে মূল বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় বিএসসি অনার্স ডিগ্রি থাকতে হবে। যাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ডিগ্রি থাকবে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

প্রার্থী নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তার আগে আগ্রহীদের জীবনপঞ্জি, সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে। আবেদনের শেষ দিন আগামী ৬ জুলাই। ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হলে তা প্রার্থীদের জানানো হবে মেল-এর মাধ্যমেই। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে আগ্রহীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement