কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে প্রার্থী নিয়োগ করা হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি। এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য কোনও বয়ঃসীমা ধার্য করা হয়নি বিজ্ঞপ্তিতে। প্রকল্পটি চলবে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। নিযুক্ত ব্যক্তির মাসিক সাম্মানিকের পরিমাণ হবে ১৬,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য খাতে ভাতাও মিলবে।
গবেষণা প্রকল্পটির নাম- ‘ক্যাটাস্ট্রফিক চেঞ্জেস ইন কোরাল রিফ ডায়নামিক্স আন্ডার ম্যাক্রোয়ালগাল টক্সিসিটি, ওভারফিশিং অ্যান্ড ইনভেশন অফ প্রিডেটরসস’। প্রকল্পটি রাজ্য সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দফতরের অর্থ সহায়তায় পরিচালিত হবে।
আবেদনকারীদের অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্সে এমএসসি ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে নেট/ গেট পাশের শংসাপত্রও থাকতে হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৪ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি এবং বাকি তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে প্রার্থীদের।