কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অফ ওপেন অ্যান্ড ডিসটেন্স লার্নিং-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে ম্যাথমেটিক্স বিষয়ে অধ্যাপনা করতে হবে, তাই তাঁর ওই বিষয়ে স্পেশালাইজ়েশন থাকা প্রয়োজন। শূন্যপদ একটি।
উল্লিখিত পদে আবেদনকারীদের ম্যাথমেটিক্সে পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যক। একই সঙ্গে তাঁকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে অধ্যাপনার অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার মিলবে।
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫১,৭০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তবে, আবেদনকারীদের বয়সসীমা সম্পর্কে কোনও তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৬ মার্চ। আবেদনমূল্য ১,০০০ টাকা। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, সেই বিষয়ে জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।