WB Job Vacancy 2024

ডেটা এন্ট্রি অপারেটর-সহ আরও পদে নিয়োগ ঝাড়গ্রাম চাইল্ড প্রোটেকশন ইউনিটে, বেতন কত?

মোট শূন্যপদ রয়েছে চারটি। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০
Share:

প্রতীকী ছবি।

ঝাড়গ্রাম জেলায় রয়েছে কাজের সুযোগ। জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

পিও (প্রোটেকশন অফিসার, এনআইসি), অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর এবং সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে চারটি। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পিও পদে বেতন হবে প্রতি মাসে ২৭,৮০৪ টাকা।

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক/ হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ সাইকোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন হবে ১৮,৫৩৬ টাকা। আবেদনের জন্য বাণিজ্য/ গণিতে স্নাতক হওয়া প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে বেতন মিলবে ১৩,২৪০ টাকা। আবেদনের জন্য দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটারের ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। সোশ্যাল ওয়ার্কার পদে আবেদনের জন্য সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল সায়েন্সে স্নাতক হতে হবে। বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে উল্লেখ করা ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৪ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement