JU Recruitment 2023

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের দু’টি বিভাগে অধ্যাপনার সুযোগ, শূন্যপদ ক’টি?

প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ১,৪৪,২০০ টাকা, ১,৩১, ৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা প্রতি মাসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ১৬:১৭
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে অধ্যাপনার সুযোগ রয়েছে। সেই মর্মে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। সংশ্লিষ্ট ফ্যাকাল্টির দু’টি বিভাগে শিক্ষকতার বিভিন্ন পদমর্যাদায় কর্মীদের নিয়োগ করা হবে। এর জন্য শুরু হয়ে গিয়েছে অফলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির যে দু’টি বিভাগে নিয়োগ হবে, সেগুলি হল— আর্কিটেকচার এবং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। বিভাগগুলিতে কর্মী নিয়োগ করা হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। শূন্যপদ রয়েছে তিনটি। প্রতি পদে আবেদনকারীদের বয়ঃসীমা নির্ধারণ করা হবে রাজ্য সরকারি নিয়ম মেনে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ১,৪৪,২০০ টাকা, ১,৩১, ৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা প্রতি মাসে।

প্রতিটি পদে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) স্বীকৃত নিয়ম/রাজ্য সরকার স্বীকৃত নিয়ম মেনে আবেদনকারীদের জন্য যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। দু’টি বিভাগে নির্দিষ্ট কিছু বিষয়ে স্পেশালাইজেশন থাকলে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এর জন্য অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ৫০০ এবং ২৫০ টাকা জমা দিতে হবে। এর পর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২২ জানুয়ারি। এর পর বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়ম অনুযায়ী ইন্টারভিউ বা অন্যান্য নিয়োগ পদ্ধতির মাধ্যমে কর্মী বাছাই করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে আগ্রহীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement