JU Recruitment 2023

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার সুযোগ, শূন্যপদ ক’টি?

প্রথম দু’বছর নিযুক্ত ব্যক্তির ফেলোশিপের পরিমাণ হবে ৩১,০০০ টাকা প্রতি মাসে। তার পর মাসিক ফেলোশিপের পরিমাণ বেড়ে হবে ৩৫,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৬:৪৮
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে গবেষণার সুযোগ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে। শূন্যপদ রয়েছে একটি। প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। গবেষণার কাজ যত দিন চলবে, তত দিনই প্রকল্পে কাজ করতে হবে নিযুক্ত ব্যক্তিকে। এই সময়ে প্রথম দু’বছর নিযুক্ত ব্যক্তির ফেলোশিপের পরিমাণ হবে ৩১,০০০ টাকা প্রতি মাসে। তার পর মাসিক ফেলোশিপের পরিমাণ বেড়ে হবে ৩৫,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক বা সমতুল ডিগ্রিতে ফার্স্ট ক্লাস বা সমতুল সিজিপিএ থাকতে হবে। বিশেষত জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন এবং গেট পাশের শংসাপত্র থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে , যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

Advertisement

যে গবেষণা প্রকল্পের জন্য নিয়োগ, তার নাম— ‘পারফরম্যান্স ইভ্যালুয়েশন অফ জুট সেল রিইনফোর্সড পেভমেন্ট স্ট্রাকচার: অ্যান এক্সপেরিমেন্টাল স্টাডি’। প্রকল্পে অর্থ সহায়তা করবে কেন্দ্রের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।

আগ্রহীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এর পর পূরণ করা আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ অক্টোবর। বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের দিনক্ষণ ইমেলের মাধ্যমে জানানো হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement