JU Recruitment 2023

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, দিতে হবে ইন্টারভিউ

প্রতি ক্লাস অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে। প্রতি ক্লাসে ৫০০ টাকা করে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৩
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

চাকরির সন্ধান দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে, চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। মোট আট জনকে নেওয়া হবে এই পদে। এইসি (এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স) ইংরেজি পড়াতে হবে গেস্ট ফ্যাকাল্টিদের। কাজের মেয়াদ এক বছর। ক্লাস অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে। ক্লাসপিছু ৫০০ টাকা করে দেওয়া হবে। আবেদনের যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট বিভাগে ইউজিসি/ রাজ্য সরকারের নিয়মগুলি মানা হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১১ সেপ্টেম্বর হবে ইন্টারভিউ। ওই দিন সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তবে সাড়ে ১০টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘ডিন অফ আর্টস’-এর অফিসে আগ্রহীদের পৌঁছতে হবে। সঙ্গে বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি রাখতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হলে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান সমস্ত তথ্য জানা যাবে। অথবা, বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement