Jadavpur University

খেলার প্রশিক্ষক নিয়োগ করতে চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, বেতন কত?

টেনিস, খো খো, টেবল টেনিস, ব্যাডমিন্টন, কবাডি-সহ আরও বিভাগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৮:০৭
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

‘কোচেস’ এবং ‘ট্রেনার’ নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে ‘পার্ট টাইম’ হিসাবে এই পদে কাজ করতে হবে। টেনিস, খো খো, টেবল টেনিস, ব্যাডমিন্টন, কবাডি, জিমন্যাস্টিক, কুস্তি, জুডো, কিক বক্সিং বিভাগে প্রশিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি জিম ট্রেনারও নিয়োগ করবে বিশ্ববিদ্যালয়।

সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে। প্রতি দিন অনুযায়ী কোচেস-র বেতন হবে ৭৫০ টাকা, সর্বোচ্চ বেতন প্রতি মাসে ১৫ হাজার টাকা। পাশাপাশি ট্রেনারকেও সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে। প্রতি মাসে বেতন হবে ১০ হাজার টাকা।

Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। ১৮ জুলাই ইন্টারভিউ হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। বেলা ২টো থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি অবশ্যই সঙ্গে রাখা দরকার। বিজ্ঞপ্তিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘রিক্রুটমেন্ট’-এ গেলে দেখতে পাওয়া যাবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement