আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
বিজ্ঞানে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলে গবেষণার সুযোগ রয়েছে কলকাতার নামী প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্ট্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ। একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। প্রকল্পে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রার্থীদের এর জন্য কোনও নির্দিষ্ট মেল আইডি বা ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে না।
প্রতিষ্ঠানের হিউম্যান জেনেটিক্স কেন্দ্রে গবেষণা প্রকল্পের কাজ হবে। নিয়োগ হবে প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে। শূন্যপদ রয়েছে একটি। অস্থায়ী পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্ত, মেধাবী বা সমগোত্রীয় বিষয়ে গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রকল্পে কাজের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। তবে কাজের ভিত্তিতে এবং প্রকল্পের ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়তে পারে। এই সময়ে নিযুক্ত ব্যক্তির মাসে সাম্মানিকের পরিমাণ হবে ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা।
যে গবেষণা প্রকল্পের জন্য নিয়োগ, সেটির নাম- ‘পিআইডব্লিউআই ইন্টার্যাক্টিং আরএনএ-জ ইন দ্য প্যাথোজেনেসিস অফ সোরায়াসিস অ্যান্ড দেয়ার আন্ডারলায়িং মলিকিউলার মেকানিজ়মস’। প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের জেনেটিক্স/ বায়োকেমিস্ট্রি/ মলিকিউলার বায়োলজি/ জুলজি/ বায়োটেকনোলজি/ লাইফ সায়েন্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। মলিকিউলার বায়োলজি বা সেল বায়োলজি বিষয়ে যাঁদের জ্ঞান রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী ৩১ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এর জন্য ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, কভার লেটার-অন্যান্য নথি প্রতিষ্ঠানের হিউম্যান জেনেটিক্স কেন্দ্রে সকাল ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। যদি আবেদনকারীর সংখ্যা ১০-এর বেশি হয়, তা হলে ইন্টারভিউয়ের আগে একটি স্ক্রিনিং টেস্টেরও আয়োজন করা হবে। নিয়োগের শর্তাবলি এবং বাকি তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।