আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
ভাষাতত্ত্ব যদি পড়াশোনার বিষয় হয় এবং গবেষণার প্রতি যদি আগ্রহ থাকে, তা হলে রয়েছে কাজের সুযোগ। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ গবেষণার কাজে প্রার্থী নিয়োগ করা হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগের জন্য নেওয়া হবে ইন্টারভিউ। আবেদন জানানো যাবে অনলাইনেই।
প্রতিষ্ঠানের ভাষাতত্ত্ব গবেষণা কেন্দ্রের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের মাসিক বেতনের অঙ্ক হবে ২৫,০০০-৩০,০০০ টাকার মধ্যে।
আংশিক সময়ের এই গবেষণা প্রকল্পটির নাম- 'বেঙ্গলি ওয়ার্ডনেট অগমেন্টেশন অ্যান্ড আপগ্রেডেশন (২০২১-২০২৪)'। প্রজেক্টে প্রাথমিক ভাবে পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত নিয়োগ করা হলেও প্রার্থীদের কাজ এবং আর্থিক যোগানের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়তে পারে।
আবেদনের জন্য প্রার্থীদের লিঙ্গুইস্টিক্স/ অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিক্স/ অন্যান্য সম্পর্কিত বিষয়ে এমএ-তে ফার্স্ট ক্লাস থাকতে হবে। সঙ্গে বাংলা ভাষা নানা দিক নিয়ে দক্ষতা এবং ডিজিট্যাল লেক্সিকোগ্রাফি এবং ডিজিট্যাল হিউম্যানিটিজে গবেষণার অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও প্রয়োজন অন্যান্য দক্ষতার, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে।
প্রার্থীদের কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ জুলাই। বাছাই প্রার্থীদের যথাসময়ে ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হবে। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।