প্রতীকী চিত্র।
ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চাকরির সুযোগ রয়েছে। সেই মর্মে খুব সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। চুক্তির ভিত্তিতে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে। ইতিমধ্যে অনলাইন এবং অফলাইন, উভয় মাধ্যমেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট পদে। মোট তিনটি শূন্যপদ রয়েছে। প্রতিষ্ঠানের পেডিয়াট্রিক্স, জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক্স বিভাগের জন্য এই নিয়োগ। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। নিযুক্তদের সরকারি নিয়ম অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। প্রাথমিক ভাবে এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়তে পারে।
আবেদনের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে এমডি/ এমএস/ ডিএনবি পাশ হতে হবে।
প্রার্থীদের নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানা বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ২০ জুলাই দুপুর ২টো। এর পর বাছাই প্রার্থীদের নাম ইন্টারভিউয়ের দু'দিন আগে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুধুমাত্র তাঁরাই ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন। আগামী ২৫ জুলাই দুপুর ১২টা থেকে হবে ইন্টারভিউ। ইন্টারভিউয়ের দিন সমস্ত নথি-সহ প্রার্থীদের হাসপাতালে উপস্থিত হতে হবে সকাল ১১টার মধ্যে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।