কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ হবে সিআরএস প্রজেক্ট ফেলো (জুনিয়র ১ অথবা ২) পদে। বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজ বিভাগের একটি গবেষণা প্রকল্পে নিয়োগ করা হবে প্রার্থীকে। রয়েছে একটি শূন্যপদ।পদটি অস্থায়ী এবং চুক্তিভিত্তিক। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। প্রজেক্ট ফেলো (জুনিয়র ১) পদে নিয়োগ করা হলে, মাসিক বেতনের পরিমাণ হবে ১৪,০০০ টাকা। যদি প্রজেক্ট ফেলো (জুনিয়র ২)পদে নিয়োগ হয়, তা হলে মাসিক বেতন হবে ৩১,০০০ টাকা। সঙ্গে মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।
গবেষণা প্রকল্পটি ইউজিসি-ডিএইই সিএসআর-এর অর্থপুষ্ট একটি কোলাবোরেটিভ রিসার্চ স্কিম (সিআরএস)-এর। প্রজেক্টটিতে প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও তা কাজের ভিত্তিতে বেড়ে সর্বোচ্চ তিন বছর হতে পারে।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ হবে সিআরএস প্রজেক্ট ফেলো (জুনিয়র ১ অথবা ২) পদে। বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজ বিভাগের একটি গবেষণা প্রকল্পে নিয়োগ করা হবে প্রার্থীকে। রয়েছে একটি শূন্যপদ।পদটি অস্থায়ী এবং চুক্তিভিত্তিক। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। প্রজেক্ট ফেলো (জুনিয়র ১) পদে নিয়োগ করা হলে, মাসিক বেতনের পরিমাণ হবে ১৪,০০০ টাকা। যদি প্রজেক্ট ফেলো (জুনিয়র ২)পদে নিয়োগ হয়, তা হলে মাসিক বেতন হবে ৩১,০০০ টাকা। সঙ্গে মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।
গবেষণা প্রকল্পটি ইউজিসি-ডিএইই সিএসআর-এর অর্থপুষ্ট একটি কোলাবোরেটিভ রিসার্চ স্কিম (সিআরএস)-এর। প্রজেক্টটিতে প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও তা কাজের ভিত্তিতে বেড়ে সর্বোচ্চ তিন বছর হতে পারে।